চট্টগ্রাম: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে জুলাই-অগাস্ট গণঅভ্যুত্থানে নিহত ফার্নিচার দোকানের শ্রমিক শহীদ ফারুকের দুই সন্তানের শিক্ষাব্যয়ের যাবতীয় দায়িত্ব এবং মা-বাবার চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি, বিএনপির নেতা সাঈদ আল নোমান।
বুধবার (২৩ জুলাই) সাঈদ আল নোমানের উদ্যোগে কেন্দ্রীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক শম জামাল উদ্দিন, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক দাদন দড়ি সুরুজ, ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম আজাদসহ একটি টিম তার পরিবারের সাথে সাক্ষাৎ করেন এবং আর্থিক সহযোগিতা হস্তান্তর করেন।
এ সময় সাঈদ আল নোমান বলেন, ‘শহীদ ফারুকের পরিবারের প্রতি এই সহানুভূতিশীল পদক্ষেপের পেছনে রয়েছে তারেক রহমানের সরাসরি মনোযোগ ও মানবিক অনুভূতি। তিনি নিজে শহীদ ফারুকের পরিবারের দুর্দশা সম্পর্কে অবগত হয়ে গভীরভাবে মর্মাহত হন এবং তাদের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন। গত বছরের ১৬ জুলাই বিকেল তিনটায় চট্টগ্রামের কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর আওয়ামী সন্ত্রাসীদের নির্মম সশস্ত্র হামলায় ফার্নিচার দোকানের শ্রমিক মো. ফারুক (৩২) বুকে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। তিনি ছিলেন চট্টগ্রামের ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ডের একজন সাধারণ বাসিন্দা, যিনি তার পরিবারের জন্য নিরলস পরিশ্রম করতেন। তার এই আকস্মিক প্রয়াণ পরিবারটির জন্য এক অপূরণীয় ক্ষতি।’
আর্থিক সহযোগিতা হস্তান্তরকালে আরও উপস্থিত ছিলেন বিএনপির নেতা নাছির মিয়া, মো. জুয়েল, আবুল কাশেম, মো. আলাউদ্দিন, মো. বাদশা, পাহাড়তলী কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম হৃদয়, সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম নিলয়, আইন কলেজ ছাত্রদলের সদস্য মোহাম্মদ ইব্রাহিম, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা তৌবিন মোহাম্মদ ইমরান, হালিশহর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরাফাত সাইমন, স্বেচ্ছাসেবক দল নেতা ফারুক প্রমুখ।