চট্টগ্রাম: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদ (ইসিই) ও এসবিআইটি লিমিটেড বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর সম্পন্ন হয়েছে।
আজ রোববার (২০ জুলাই) দুপুরে চুয়েটের সিন্ডিকেট কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়েটের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া।
সমঝোতা স্মারকের স্বাক্ষর করেন চুয়েটের তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন ও এসবিআইটি লিমিটেড বাংলাদেশের সিইও জাহাঙ্গীর দেওয়ান।
এ সময় উপস্থিত ছিলেন চুয়েট, রুয়েট এবং ইউএসটিসির সাবেক ভাইস চ্যান্সেলর ও চুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম ও ইইই বিভাগের সহকারী অধ্যাপক মো. মাহমুদুল হাসান তারেক।