ঢাকা: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তথ্য অধিকার বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ জুন) সংস্থাটির প্রধান কার্যালয় বলাকায় এ কর্মশালায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. সাফিকুর রহমান।
কর্মশালায় বিমানের কর্মকর্তা-কর্মচারিদের জন্য তথ্য অধিকার আইন, এ আইন প্রণয়নের পটভূমি, আইনের গুরুত্বপূর্ণ বিষয়বস্তু, সংশ্লিষ্ট বিধি ও প্রবিধি এবং এসবের বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
নবনিযুক্ত কর্মকর্তাদের পাশাপাশি বিমানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও কর্মশালায় উপস্থিত ছিলেন। কর্মশালায় প্রশিক্ষণ দেন বিমানের প্রধান তথ্য প্রদানকারী কর্মকর্তা (মহাব্যবস্থাপক- জনসংযোগ) এবিএম রওশন কবীর ও উপ-মহাব্যবস্থাপক লিগ্যাল অ্যাফেয়ার্স মো. আল মাসুদ খান।