চট্টগ্রাম: চট্টগ্রাম বিভাগের ১১ জেলার মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ে এ বছর কোরবানির ৭ লাখ ৭৪ হাজার ৭৫৬ পিস গরু, মহিষ ও ছাগলের চামড়া সংগ্রহ করে লবণ দিয়ে সংরক্ষণ করা হয়েছে।
সোমবার (৯ জুন) চট্টগ্রাম বিভাগ থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের কন্ট্রোল রুমে পাঠানো তথ্য থেকে এ চিত্র পাওয়া গেছে।
এরমধ্যে গরু ও মহিষের চামড়া সংখ্যা সাত লাখ ৭৪ হাজার ৭৫৬টি। ছাগলের চামড়ার সংখ্যা ৭৪ হাজার ৩০২টি।
জেলাগুলোর মধ্যে চট্টগ্রাম জেলায় সংরক্ষণ করা চামড়ার সংখ্যা ২ লাখ ৭২ হাজার ১০০টি। এছাড়া কক্সবাজার, নোয়াখালী, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় সংরক্ষণ করা হয়েছে যথাক্রমে ৩৭ হাজার ৮৮৯ টি, ১ লাখ ১৩ হাজার ৮৩১ টি, ২৩ হাজার ৬৫টি ও ৯৯ হাজার ৭৮১ টি পশুর চামড়া।
আর খাগড়াছড়ি, লক্ষ্মীপুর ও ফেনী জেলায় সংরক্ষণ করা হয়েছে যথাক্রমে ৫ হাজার ৮৪৯টি, ১১ হাজার ৮০৭টি ও ১৩ হাজার ৫০৯টি পশুর চামড়া। এছাড়া রাঙামাটি, বান্দরবান ও কুমিল্লায় পশুর চামড়া সংরক্ষণ করা হয়েছে যথাক্রমে ২ হাজার ৮৪৮টি, ২ হাজার ২৯২টি ও ১ লাখ ৯১ হাজার ৭৮৫টি।
জেলা ও উপজেলা প্রশাসনের তদারকিতে সরকার থেকে সরবরাহ করা বিনামূল্যের লবণ দিয়ে এসব চামড়া সংরক্ষণ করা হয়েছে জানিয়ে বাণিজ্য মন্ত্রণালয় জানায়, চলতি বছর কোরবানির চামড়ার দাম বাড়ানো ও এতিমদের হক আদায়ের উদ্দেশ্যে সরকারের পক্ষ থেকে দেশের এতিমখানা, মসজিদ ও মাদ্রাসায় বিনামূল্যে ৩০ হাজার মেট্রিক টন লবণ সরবরাহ করা হয়েছে। যাতে করে স্থানীয়ভাবে দুই থেকে তিন মাস চামড়া সংরক্ষণ করা সম্ভব হবে।
-নি/এমএ