সন্দ্বীপ, চট্টগ্রাম: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন বলেছেন, ‘প্রতিকূল আবহাওয়া বিবেচনায় নির্বাচন এগিয়ে আনা উচিত। যেহেতু এপ্রিল মাস থেকে কালবৈশাখীসহ বর্ষা শুরু হয়ে যায়, সে হিসেবে এপ্রিলে নির্বাচনের পরিবেশ ভালো থাকবে না। তাই, অন্তর্বর্তী সরকারের প্রতি অনুরোধ করবো- নির্বাচন এগিয়ে আনার।’
রোববার (৮ জুন) সকালে চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার বাউরিয়ায় নিজ বাড়িতে ঈদ পরবর্তী নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এ সময় মিজানুর রহমান আরো বলেন, ‘এক যুগেরও বেশি সময় ফ্যাসিস্ট হাসিনার রোষানালে পড়ে সন্দ্বীপে আসতে পারিনি। তাই, জীবনের সেরা ঈদ পালন করেছি এবার।’
সন্দ্বীপের সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ‘সব ঘটনাই অনাকাঙ্ক্ষিত হলেও এর দায় আমরা কেউ এড়াতে পারি না। সন্দ্বীপ উপজেলা বিএনপির উচিত, এসব ঘটনার লাগাম টেনে ধরা।’
এ সময় উপস্থিত ছিলেন সন্দীপ উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের, সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর, উত্তর জেলা বিএনপির সদস্য আজমত আলী বাহাদুর, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোলায়মান বাদশা, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, নাসিরুল কবির মনির তালুকদার, কাউসার আহমেদ, সন্দ্বীপ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জামসিদুর রহমান, পৌর বিএনপির সদস্য সচিব আবুল বশার, মোহাম্মদ মাঈন উদ্দীন, সাইফুর রহমান শামীম, মো. জহির উদ্দিন, নাজিম উদ্দীন, আকতার হোসেন, আবদুর রহিম, আবুল কালাম আজাদ, ফখরুল ইসলাম, ইউসুফ আলী, ইসমাইল হোসেন, ইদ্রিস আলম, শাহাদাত হোসেন, আলমগীর হোসেন মেম্বার, নিজাম উদ্দিন, জুলফিকার আলী ভুট্টো, কুলছুমা বেগম খেলনা, আনিস আকতার টিটু, সুজাউদ্দৌলা সজীব, নুর উদ্দিন হোসাইন, মিজানুর রহমান, নুরুল আফসার, মনিরুল ইসলাম মাহী।