রাঙ্গুনিয়া, চট্টগ্রাম: চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার গোডাউন গরুর বাজারে ঢুকে শ্বশুরকে এলোপাতাড়ি কুপিয়ে খুন করেছে জামাতা মোহাম্মদ হোসেন (৪০)।
নিহত ওসমান গণি (৫০) উপজেলার শিলক ইউনিয়নের রাজাপাড়া গ্রামের বাসিন্দা।
শুক্রবার (৬ জুন) বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
জামাতা মোহাম্মদ হোসেন সরফভাটা ইউনিয়নের পূর্ব সরফভাটা ৮ নম্বর ওয়ার্ড আজলা বাপের বাড়ির মোহাম্মদ হাশেমের ছেলে।
নিহতের মেয়ে রিনা আক্তারের (২২) সাথে ২০১৯ সালে পারিবারিকভাবে বিয়ে হয় হোসেনের। সংসারে ৬ ও ৩ বছর বয়সী দুটি ছেলে সন্তান রয়েছে তাদের।
হত্যাকাণ্ডের পর পালানোর সময় মোহাম্মদ হোসেনকে আটক করে জনতা। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে তাকে হেফাজতে নেন।
রাঙ্গুনিয়া থানা সূত্রে জানা যায়, নিজের ৩টি গরু বিক্রির জন্য গরুর বাজারে গিয়েছিলেন ওসমান গণি। দুটি গরু বিক্রি করে আরেকটি বিক্রির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় মোহাম্মদ হোসেন সেখানে এসে তাঁকে কুপিয়ে খুন করে।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কবির মৃধা বলেন, ‘ওসমান গণির জামাতা মোহাম্মদ হোসেন দীর্ঘ দিন বিদেশে ছিল। কিছু দিন আগে তিনি দেশে ফিরেছে। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্বের জের ধরে এ হত্যাকাণ্ড হয়েছে বলে পুলিশের কাছে স্বীকার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা করা হয়েছে।’