পটিয়া প্রতিনিধি: ঈদুল-আযহা উপলক্ষে চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলায় বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ করা হচ্ছে। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর বর্তমান অন্তবর্তী সরকারের বিশেষ বরাদ্দে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) পেয়েছে উপজেলার কোলাগাঁও ইউনিয়নের প্রায় দেড় হাজার দরিদ্র অসহায় দুঃস্ত পরিবার।
বুধবার (৪ জুন) সকালে কোলাগাঁও ইউনিয়নে দরিদ্র অসহায় ও দুঃস্তদের মাঝে দুর্যোগ ব্যবস্হাপনা অধিদপ্তর ও দূর্যোগ ব্যবস্হাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের বাস্তবায়নে চাল বিতরণ করেছেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আকবর।
এই সময় উপস্থিত ছিলেন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বাবুল দে, ওয়ার্ড সদস্য মুহাম্মদ শফিউল বশর, জাফর আহমেদ, মো. দিদারুল আলম, ফারজানা হক, জাহেদ হোসেন, চন্দন চৌধুরী, মিসেস ফাতেমা বেগম, মো. শরীফ, মোহাম্মদ করিম, শাহজাহান, মিসেস হাছনারা বেগম।
উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রত্যেক সুবিধাভোগী ১০ কেজি করে চাল পাচ্ছেন। এ কার্যক্রম বাস্তবায়ন করছে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।