নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম জেলার কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা জান্নাতকে স্ট্যান্ড রিলিজ করে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলি করা হয়েছে। তাঁর স্থলে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেয়েছেন নাছরীন আক্তার।
মঙ্গলবার (৩ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব বারিউল করিম খান এবং চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ নুর উল্লাহ নূরীর স্বাক্ষরিত পৃথক দুটি আদেশে এই তথ্য জানানো হয়।
নাছরীন আক্তারকে কর্ণফুলী উপজেলার ইউএনও হিসেবে পদায়ন করা হয়েছে বিভাগীয় কমিশনার কার্যালয়ের এক আদেশে। তিনি প্রশাসনের ৩৬তম ব্যাচের কর্মকর্তা। এর আগে তিনি ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে সহকারী কমিশনার হিসেবে এবং পরে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে দায়িত্ব পালন করেন। নিজ জেলা লক্ষ্মীপুর।
২০২৪ সালের ১ ফেব্রুয়ারি মাসুমা জান্নাত কর্ণফুলীর ইউএনও হিসেবে দায়িত্ব নেন। দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন প্রকল্পে অনিয়ম, শহীদ ওয়াসিম আকরামের ছবি না টাঙানোসহ একাধিক বিষয়ে তাঁকে ঘিরে বিতর্কের সৃষ্টি হয়।
তাঁর বদলির খবরে কর্ণফুলীর বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মাঝে স্বস্তি প্রকাশ করতে দেখা গেছে। কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেছেন, ‘এমন কর্মকর্তার বিদায়ে আলহামদুলিল্লাহ।’
কোথাও কোথাও মিষ্টি বিতরণ করতেও দেখা গেছে।
নতুন ইউএনও নাছরীন আক্তার দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেছেন।