ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আযাদ আশা প্রকাশ করে বলেছেন, ‘দ্রুত জামায়াতের নিবন্ধন ও প্রতীক ফিরিয়ে দেবে নির্বাচন কমিশন (ইসি)। এ ব্যাপারে ইসি পজিটিভ।’
সোমবার (২ জুন) দুইটি ইস্যু নিয়ে ইসির সাথে বৈঠক করেছে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল। আজ নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠক করে দলটি।
বৈঠক শেষে সংবাদ সম্মেলন করে হামিদুর রহমান আযাদ বলেন, ‘গতকাল রোববার আদালত ইসিকে নিবন্ধন পূর্বের অবস্থায় ফিরিয়ে দিতে আদেশ দিয়েছেন। সেই ব্যাপারে আমরা ছয়জন ইসির সাথে বৈঠক করেছি। ইসি পজিটিভ। আমরা চাই, বিলম্ব না করে দ্রুত যেন কার্যকর হয়। এ জন্য দেশবাসী অধীর আগ্রহে আছে।’
আদালতের রায়ের পর দিন দলটি আইনজীবীসহ রায়ের কপি নিয়ে এসেছে।
জামায়াতে ইসলামীর নিবন্ধন ও প্রতীক বিষয়ে আদালতের রায়ের কপি হাতে পাওয়ার পর করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে গতকাল রোববারই ইসি জানিয়েছিল।
সোমবারের বৈঠকে এএমএম নাসির উদ্দিনসহ চার নির্বাচন কমিশনার ও সচিব উপস্থিত ছিলেন।
হামিদুর রহমান আযাদের নেতৃত্বে ইসির সাথে জামায়াতের ছয় সদস্য বিশিষ্ট একটি দলের বৈঠক হয়। দলের অন্য সদস্যরা হলেন সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জসিম উদ্দিন সরকার ও আইনজীবী শিশির মনির।