চট্টগ্রাম: সুন্দর সমাজ প্রত্যাশায় সাপ্তাহিক চাটগাঁর গ্রীষ্মকালীন সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার (১০ মে) বিকেলে চট্টগ্রাম নগরীরর মোমিন রোডস্থ চট্টগ্রাম একাডেমির ফয়েজ-নুরনাহার মিলনায়তনে এ আসরের আয়োজন করা হয়।
সাপ্তাহিক চাটগাঁর সহকারী সম্পাদক রোকন উদ্দীন আহমদের সভাপতিত্বে আসর উদ্বোধন করেন খেলাঘর কেন্দ্রীয় সদস্য কবি আশীষ সেন। অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ সমিতির নির্বাহী সদস্য দুলাল কান্তি বড়ুয়া, মাটিরাঙা সরকারি কলেজের ইংরেজি বিভাগীয় প্রধান অধ্যাপক প্রদীপ কুমার দাশ, দৈনিক আমার দেশের স্টাফ রিপোর্টার ওচমান জাহাঙ্গীর, কবি ও কথাসাহিত্যিক চয়ন চক্রবর্তী।
কবি সায়েম উদ্দিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন শিক্ষক অজিত কুমার শীল। শুভেচ্ছা বক্তব্য দেন সাংবাদিক এমএইচ সোহেল, এমফিল গবেষক আহমদ সুজা উদ্দিন।
আসরের স্বরচিত ছড়া, কবিতা পাঠ ও আবৃত্তি করেন কবি মিজানুর রহমান শামীম, তুতুল বাহার, লিটন কুমার চৌধুরী, মনিরুল মনির, নান্টু বড়ুয়া, অপু চৌধুরী, সুপ্রিয় কুমার বড়ুয়া, মোহাম্মদ হোসেন ইব্রাহিম, শবনম ফেরদৌসী, জনার্দ্দন বনিক, শাহীন ফেরদৌসী, আতাউল হক নিরব, নজরুল ইসলাম চৌধুরী, অশেষ দাশগুপ্ত, জান্নাতুল ফেরদৌস মুন্নি।
আসরে বক্তারা বলেন, ‘সুন্দর সমাজ নির্মাণে সাহিত্য চর্চা সহায়ক। সাহিত্য চর্চা মানুষকে নৈতিক জীবন যাপনে অভ্যস্ত করে। সমাজ বদলে নিয়মিত সাহিত্য চর্চা প্রয়োজন।’