চট্টগ্রাম: বিজিএমইএ নির্বাচন ২০২৫-২০২৭ উপলক্ষ্যে সম্মিলিত পরিষদ চট্টগ্রাম অঞ্চলের প্রার্থীরা বুধবার (৭ মে) বিকালে হযরত শাহসুফী আমানত শাহের (রা.) মাজার জিয়ারতের মাধ্যমে চট্টগ্রাম অঞ্চলের প্রচার প্রচারণা শুরু করেছেন।
সম্মিলিত পরিষদ চট্টগ্রাম অঞ্চলের প্যানেল লিডার ও বিজিএমইএ’র প্রাক্তন প্রথম সহ-সভাপতি এসএম আবু তৈয়বের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন বিজিএমইএ’র প্রাক্তন সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী, পরিচালক পদপ্রার্থী মোহাম্মদ মুসা, অঞ্জন শেখর দাশ, নাফিদ নবী, সৈয়দ মোহাম্মদ তানভীর, মোস্তফা সারওয়ার রিয়াদ, মো. আবছার হোসেন গাজী মো. শহিদ উল্লাহ।
আরো উপস্থিত ছিলেন বিজিএমইএর প্রাক্তন প্রথম সহ-সভাপতি ও সম্মিলিত পরিষদ চট্টগ্রাম অঞ্চলের সভাপতি এবং চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, প্রাক্তন প্রথম সহ-সভাপতি নাছির উদ্দিন চৌধুরী, বিজিএমইএর প্রাক্তন পরিচালক এএম শফিউল করিম খোকন ও কাস গার্মেন্টসের পরিচালক মো. নুরুল আলম।
মাজার জিয়ারত শেষে মোনাজাতের মাধ্যমে সম্মিলিত পরিষদের সাফল্য, দেশ ও দেশের অর্থনীতির মেরুদণ্ড খ্যাত শতভাগ রপ্তানিকারক তৈরি পোশাক শিল্পের সমৃদ্ধি ও পোশাক শিল্পের ক্রমাগত সাফল্য অব্যাহত রাখার লক্ষ্যে আগামী ৩১ মে বিজিএমইএ নির্বাচনে সম্মিলিত পরিষদের মনোনীত প্রার্থীদেরকে পূর্ণ প্যানেলে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য নেতৃবৃন্দ ভোটারদের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, আগামী ৩১ মে বিজিএমইএ নির্বাচন (২০২৫-২০২৭) অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামে একযোগে পোশাক শিল্প মালিকরা তাদের ভোট দিয়ে পছন্দের প্রার্থী নির্বাচিত করবেন।