চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন গোলাম আলী নাজির পাড়ায় অবস্থিত আল হুমাইরা (রা.) মহিলা মাদ্রাসা জামে মসজিদে রমজান মাসে ইতেকাফের জন্য নির্বাচিতদের মধ্য থেকে তিনজন পেয়েছে ওমরাহ পালনের সুযোগ।
সৌভাগ্যবান এই তিনজন হলেন কুমিল্লার মাওলানা আজাদ ও তার মা এবং মিরসরাইয়ের মাওলানা রেজাউল করিম। যারা বাংলাদেশ থেকে সৌদি আরব যাওয়া-আসা, থাকা-খাওয়াসহ সম্পূর্ণ বিনামূল্যে ওমরাহ পালনের সুযোগ পাবেন।
এই মহৎ উদ্যোগটির পেছনে রয়েছেন চট্টগ্রামের আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন। যারা সব সময়ই ধর্মীয়, সামাজিক ও মানবিক কাজের মাধ্যমে সমাজে দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন।
এ বিষয়ে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন বলেন, ‘ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা সমাজে ইতেকাফের গুরুত্ব আরও সুস্পষ্টভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। আমরা জানি, ইতেকাফ হচ্ছে আত্মশুদ্ধি ও ইবাদতের এক অনন্য মাধ্যম। আমরা এ বছর একজনকে ওমরা পালনের সুযোগ দেয়ার ঘোষণা দিয়েছিলাম। কিন্তু আমাদের অতিথিরা আরও দুইজনকে এই সুযোগ দেয়ার ঘোষণা দিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘এ বছর রমজানে শিশু থেকে বৃদ্ধসহ ৬৫ জন ইতেকাফে অংশ নেন। এর আগে প্রায় ৮০০ ইতেকাফে থাকার জন্য আবেদন করেন। তাদের মধ্য থেকে বাছাই করে নির্বাচিত হন ৬৫ জন। যারা দেশের বিভিন্ন প্রান্তের মানুষ। তাদেরকে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিদিন সেহেরি, ইফতার ও রাতের খাবার দেয়া হয়েছিল। এছাড়াও প্রয়োজনীয় সামগ্রী উপহার হিসেবে দেয়া হয়েছিল।’
ইতেকাফজুড়ে সকলের আমল, ইবাদাত, পারিবারিক ও সামাজিক অবস্থান ইত্যাদি বিবেচনায় ছয়জন প্রাথমিকভাবে নির্বাচিত হন। এদের মধ্যে থেকে লটারির মাধ্যমে প্রথমজন মাসহ এবং দ্বিতীয় জন মিলে মোট তিনজন এবারের ওমরাহ পালনের জন্য নির্বাচিত হয়েছেন। পূর্বের বছরের মতো এবারো আগামী মাসে শুরু হওয়া হজের পরপরই নির্বাচিতরা ওমরাহ পালনের জন্য যাত্রা শুরু করবেন।