ঢাকা: দেশের বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি এবং প্রতিষ্ঠানটির কর্মীরা।
গৃহঋণ প্রদানকারী আর্থিক প্রতিষ্ঠানটির কর্মীরা তাদের এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ অনুদান হিসেবে দিয়েছে ব্র্যাকের বন্যা ত্রাণ তহবিলে, যা দিয়ে দূর্গতদের ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
প্রতিষ্ঠানটির কোম্পানি সচিব জসিম উদ্দিন নিজেও ফেনীর বিভিন্ন এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণে অংশ নেন।
এছাড়াও ডিবিএইচ ফাইন্যান্স প্রতিষ্ঠানের নিজস্ব সিএসআর তহবিল থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে অর্থ দেয়ার মাধ্যমে বন্যাদূর্গত মানুষের পাশে এগিয়ে এসেছে।
দেশের এ দূর্যোগে সামাজিক দায়িত্ববোধ থেকে ডিবিএইচ বন্যা দূর্গতদের পাশে দাঁড়িয়েছে।
















