হাটহাজারী, চট্টগ্রাম: আবাসিক আসন বরাদ্দ দেয়া পর আগামী ১৯ আগস্ট শুরু হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) একাডেমিক কার্যক্রম । বুধবার (৭ আগস্ট) ভার্চুয়ালি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫৫২ তম জরুরী সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় সিদ্ধান্ত নেয়া হয় আগামী ১৭ আগস্ট বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে আসন বরাদ্দ দেওয়া হবে। তারপর একাডেমি কার্যক্রম শুরু করা হবে।
বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য শামীম উদ্দিন খান বলেন, ‘আগামী ১৯ আগস্ট থেকে ক্লাস শুরু হবে। এছাড়া আবাসিক হলে আসন বরাদ্দের সিদ্ধান্ত হয়েছে। আগামী ১০-১৪ আগস্ট পর্যন্ত অনলাইনে হলে আসনের জন্য আবেদন করতে পারবে শিক্ষার্থীরা। যারা পূর্বে এক বার আবেদন করেছে, তাদের পুনরায় আবেদনের প্রয়োজন নেই। ১৭ আগস্ট আসন বরাদ্দ দেয়া হবে। হল খুলবে ১৮ আগষ্ট।’
এর পূর্বে বৈষম্যবিরোধী আন্দোলনের মুখে গেল ১৭ জুলাই পুরো দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের সাথে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় চবি।
ছাত্রদের হলগুলোতে সর্বশেষ ২০১৭ সালের জুন মাসে আসন বরাদ্দ দেয়া হয়েছিল। এরপর ২০১৯ ও ২০২২ সালে আসন বরাদ্দের বিজ্ঞপ্তি দিলেও শেষ পর্যন্ত কর্তৃপক্ষের এ উদ্যোগ আর আলোর মুখ দেখেনি।
















