চট্টগ্রাম: জনপ্রশাসন মন্ত্রণালয় ঢাকা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আয়োজনে চট্টগ্রাম বিভাগের মাঠ পর্যায়ের উদ্ভাবনী উদ্যোগগুলো নিয়ে দুই দিনের বিভাগীয় পর্যায়ে ইনোভেশন শোকেসিং অনুষ্ঠিত হবে।
শোকেসিং অনুষ্ঠানটি সিটির শাহ ওয়ালীউল্লাহ ইনস্টিটিউটে ২৩-২৪ মার্চ সকাল নয়টা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত চলবে।
শোকেসিং উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলাম। বিশেষ অতিথি থাকবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিপিটি অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ জিয়াউল হক ও সিপি অধিশাখার যুগ্মসচিব মো. জাহাঙ্গীর হোসেন।
বেলা ১১টায় ‘স্মার্ট বাংলাদেশ ও উদ্ভাবন: ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে উত্তরণ’ শীর্ষক সেমিনারে পেপার উপস্থাপন করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) লোকপ্রশাসন বিভাগের প্রফেসর কাজী এসএম খসরুল আলম কুদ্দুসী, মুখ্য আলোচক হিসেবে চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল, আলোচক থাকবেন বাংলাদেশ শিপিং কর্পোরেশন চট্টগ্রামের মহাব্যবস্থাপক মোহাম্মদ আশরাফুল আমিন, চট্টগ্রাম চাপ্টারের বাংলাদেশ স্থপিত ইনস্টিটিউটের চেয়াম্যান স্থপতি আশিক ইমরান ও চট্টগ্রাম জেলার প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।
সমাপনী অনুষ্ঠানে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মুহাম্মদ আনোয়ার পাশার সাভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন মো. মুহিদুল ইসলাম। বিশেষ অতিথি থাকবেন মোহাম্মদ জিয়াউল হক, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরেআলম মিনা, মো. জাহাঙ্গীর হোসেন।