রাউজান, চট্টগ্রাম: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) খেলোয়াড় কল্যাণ সমিতির বার্ষিক ক্রীড়ার সমাপনী ও পুরস্কার বিতরণী শনিবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চুয়েট আবাসিক মাঠে অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন চুয়েট খেলোয়াড় কল্যাণ সমিতির উপদেষ্টা মো. মইনুল ইসলাম, কাজী দেলোয়ার হোসেন, চুয়েটের স্টাফ ওয়েলফেয়ার কমিটির সভাপতি সজল চন্দ্র বনিক, প্রধান প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম, সিভাসুর প্রধান প্রকৌশলী অচিন্ত্য কুমার চক্রবর্ত্তী, চুয়েটের উপ-পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ ফজলুর রহমান ও ফিজিক্যাল ইনস্ট্রাক্টর মো. জিলহাজ্ব উদ্দিন।
অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন মো. জিলহাজ্ব উদ্দিন (ভলিবল), মো. মুস্তাকিম সুমন (ব্যাডমিন্টন, সিনিয়র), মো. সাব্বির হোসেন (ফুটবল, সিনিয়র), মো. ফিরোজ (ব্যাডমিন্টন, জুনিয়র), মো. মারুফ (ফুটবল, জুনিয়র)।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডেপুটি লাইব্রেরিয়ান মো. এমরানুল হক, সহকারী কম্পট্রোলার একেএম কামরুল হাসান, উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আব্দুল কাদের, সেকশন অফিসার মো. সাইফুল আলম, চুয়েট কর্মচারী ক্লাবের সভাপতি মো. মেহেদী হাসান, চুয়েট খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি মো. সোলায়মান, সহ-সভাপতি মো. মোবারক হোসেন, সাধারণ সম্পাদক মো. শামীম উদ্দিন রাজু।
















