হাটহাজারী, চট্টগ্রাম: ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) বার্ষিক ক্রীড়া উৎসব-২০২৪’ উদযাপন উপলক্ষ্যে সোমবার (২৯ জানুয়ারি) সকালে চবির এএফ রহমান হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে।
চবির কেন্দ্রীয় খেলার মাঠে উৎসবের উদ্বোধন করেন চবির উপাচার্য শিরীণ আখতার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চবির উপ-উপাচার্য (একাডেমিক) বেনু কুমার দে। এতে অতিথি ছিলেন চবির সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর সিরাজ উদ দৌল্লাহ। এএফ রহমান হলের প্রভোস্ট (ভারপ্রাপ্ত) এসএম মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা করেন চবির শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) আনিসুল আলম।
অনুষ্ঠানে শিরীণ আখতার বলেন, ‘প্রতি বছর চবি হলগুলোর উদ্যোগে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতকে কেন্দ্র করে কেন্দ্রীয় খেলার মাঠ ক্রীড়ামোদীদের উপস্থিতিতে মূখরিত হয়ে উঠে। একটা জাতি গঠনে একাডেমিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা বিশেষ ভূমিকা রাখে। একজন কৃতি ক্রীড়াবিদ শুধু নিজেদের প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করে না, সে আর্ন্তজাতিক পরিমন্ডলে দেশ-জাতিরও প্রতিনিধিত্ব করে। এটা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের জন্য যেমনি আনন্দের তেমনি গৌববেরও।’
তিনি এএফ রহমান হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সার্বিক সাফলতা কামনা করে সকলকে সাথে নিয়ে বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন হলের পেশ ইমাম হাফেজ মৌলানা মকসুদুল হক ও অনুষ্ঠান পরিচালনা করেন চবির ডেপুটি রেজিস্ট্রার (তথ্য) মোহাম্মদ হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংগীতের সুরের মুর্চ্ছনায় উপাচার্য জাতীয় পতাকা, উপ-উপাচার্য (একাডেমিক) ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন বিশ্ববিদ্যালয় পতাকা, এএফ রহমান হলের প্রভোস্ট হল পতাকা ও শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক অলিম্পিক পতাকা উত্তোলন করেন।
মশাল হাতে মাঠ প্রদক্ষিণ করেন হলের কৃতি ক্রীড়াবিদ তারিকুল ইসলাম। বিচারকদের পক্ষে প্রধান বিচারক চবির আর্ন্তজাতিক সম্পর্ক বিভাগের সভাপতি প্রফেসর সুজিত কুমার দত্ত ও ক্রীড়াবিদদের পক্ষে কৃতি ক্রীড়াবিদ মোজাফ্ফর হোসেন মানিককে উপাচার্য শপথ বাক্য পাঠ করান।
এএফ রহমান হলের আবাসিক শিক্ষক ও দলের টিম ম্যানেজার আফজালুর রহমানের নির্দেশনায় হলের আবাসিক শিক্ষার্থী কৃতি ক্রীড়াবিদ মেহেরাব হোসেনের নেতৃত্বে অনুষ্ঠিত হয় ক্রীড়াবিদদের মার্চপাস্ট। হলের পতাকা বহন করেন আজিজুল ইসলাম।
















