মিরসরাই প্রতিনিধি:
মিরসরাইয়ে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী এলাকা থেকে অর্ধ লক্ষাধিক বিদেশী মদ উদ্ধার করেছের বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
আজ রবিবার (২৩ জানুয়ারি) ভোররাতে আমলী ঘাট রাস্তার পাশে সীমান্ত পিলারের ১’শ গজ বাংলাদেশের অভ্যন্তরে এসব মদ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মদের মধ্যে রয়েছে ভারতীয় মেখ ডুয়েল মদ ৩৯ (বোতল), মাস্টার বান্ডার ১ (বোতল), কিং ফিচার ২ (কন্টিনার)। যার আনুমানিক বাজার ৬৩ হাজার টাকা।
করেরহাট-অলিনগর ক্যাম্প সীমান্ত ফাঁড়ির কমান্ডার সুবেদার মো. আব্দুর রাজ্জাক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তে অভিযান পরিচালনা করা হয়। জড়িতরা আমাদের অবস্থান টের পেয়ে পালিয়ে যায়।
















