ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জ থেকে বুড়িচংয়ের কাবিলা পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকাল থেকে মহাসড়কের চান্দিনার গোবিন্দপুরে সড়ক মেরামতের কাজ চলায় ধীরে ধীরে যানজটের সৃষ্টি হয়।
বিকেলে ইলিয়টগঞ্জ থেকে বুড়িচংয়ের কাবিলা পর্যন্ত অন্তত ২০ কিলোমিটার সড়ক জুড়ে তীব্র যানজটে শত শত যানবাহন আটকা পরে।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ জিয়া উদ্দিন জানান, যানজট নিরসনে পুলিশের একাধিক টিম সড়কে কাজ করছে।
এদিকে ঘণ্টারপর ঘণ্টা আটকে পড়া যানবাহনের চালক- যাত্রীরা পড়েছে চরম ভোগান্তিতে।















