কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের টেকনাফে পিকাপ ও অটোরিকশার মধ্যে সংঘের্ষ দুইজন নিহত হয়েছে। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করেছে। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।