বাঁশখালী প্রতিনিধি
ভোটে অনিয়ম এবং আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের ভোট কক্ষে প্রভাব বিস্তারের অভিযোগ এনে ভোট বর্জন করেছেন স্বতন্ত্র মনোনীত প্রার্থী কামরুল ইসলাম হোসাইনী।
রবিবার সকাল ১১ টায় বাঁশখালী উপজেলা পরিষদ মাঠে তিনি ভোট বর্জন করেন । এ সময় তিনি আরও বলেন, ভোট কেন্দ্রে ভোটারদের জোর করে নৌকায় ভোট দেওয়ার জন্য বাধ্য করা হচ্ছে। প্রভাব বিস্তার করা হচ্ছে কেন্দ্র থেকে কক্ষ পর্যন্ত।
তার দাবি, নির্বাচন কর্মকর্তাসহ আইনশৃঙ্খলাবাহিনীকে বলেও কোনেও লাভ হয়নি। তাদের সামনে বসে অনিয়ম হলেও তারা ব্যবস্থা নেয়নি। ভোটে কারচুপি হচ্ছে, আর এর সাথে সরকারের লোকজনই জড়িত বলে দাবি করেন স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম হোসাইনী।
স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম হোসাইনী বলেন, আমার এজেন্টদের জোর করে কেন্দ্র থেকে নৌকার সমর্থকরা বের করে দেয়। ভোটারদের কাছ থেকে ব্যালট ছিনিয়ে নিয়ে প্রকাশ্যে নৌকায় ভোট দেওয়া হয়। বিষয়টি নিয়ে প্রশাসনের কেউ কর্ণপাত করেনি। পরে নির্বাচন কর্মকর্তার কাছে লিখিত আবেদন করে নির্বাচন বর্জন ও প্রার্থিতা প্রত্যাহার করেছি।’
















