নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামের আনোয়ারায় ৫ম ধাপের ইউপি নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে মেম্বার নির্বাচিত হলেন মো. ফরহাদ উদ্দিন (২৯)। তিনি আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার পদে বিজয়ী হয়েছেন।
বুধবার (৫ জানুয়ারি) উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ওই ওয়ার্ডে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার সংখ্যা চার হাজার ৭৯৫ জন। ভোট দেন তিন হাজার ১৩০ জন। এর মধ্যে বন্দর গ্রামের বাসিন্দা মো. ফরহাদ উদ্দিন (ঘুরি প্রতীক) পেয়েছেন ১৪৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আহমদ হোসেন (টিউবওয়েল প্রতিক) পেয়েছেন ৫৭৫ ভোট। আর ৯৯২ ভোটের ব্যবধানে মো. ফরহাদ উদ্দিনকে বেসরকারি ভাবে বিজয়ী ঘোষণা করা হয়।
ফরহাদ উদ্দিন বলেন, আমি বৈরাগ ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা। দরিদ্র জনগোষ্ঠীর পাশে থাকি। ইউনিয়ন পরিষদের সব বরাদ্দ এলাকার মানুষের জীবনমান উন্নয়নের জন্য ব্যয় করবো।
আনোয়ারা উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইয়েদ মো. আনোয়ার খালেদ চট্টগ্রাম নিউজকে বলেন, ভোট গণনা শেষে বেসরকারিভাবে ৯৯২ ভোটের ব্যবধানে মো.ফরহাদ উদ্দিনকে বিজয়ী ঘোষণা করি।
			
		    















