মোঃশহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি:
৫ম ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বান্দরবান সদর উপজেলার ৪নং সুয়ালক ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহন কার্যক্রম শুরু হয়েছে।
৫ই জানুয়ারী বুধবার সকাল ৮ টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন চলবে।
সাধারণ ভোটারদের উপস্থিতিতে সুশৃঙ্খলভাবে লাইনে দাড়িয়ে সকল ভোটার তাদের নাগরিক ভোটাধিকার প্রয়োগ করতে পারছে বলে মন্তব্য করেছেন ভোট কেন্দ্রে আশা জনসাধারন।এদিকে ভোট গ্রহন কার্যক্রম চলাকালীন সময়ে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ সদস্যদের পাশাপাশি স্ট্রাকিং ফোর্স হিসেবে বিজিবি সদস্যদের টহল দিতে দেখা গেছে।
জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী ৪নং সুয়ালক ইউনিয়নের সুয়ালক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কাইচতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই দুইটি কেন্দ্রে ভোটার উপস্থিতি সন্তোষজনক।সাদারনত পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটারের উপস্থিতি বেশি লক্ষ করা গিয়েছে।১ন নং ওয়ার্ডের সাধারণ মোট ভোটার সংখ্যা ৭৭২ জন।এর সুয়ালক ৪নং ইউপির ১ নং ওয়ার্ডের পুরুষ ভোটার সংখ্যা ৯২২ জন এবং মহিলা ভোটার সংখ্যা ৮৪০ জন সহ সর্বমোট ভোটার সংখ্যা ১৭৬২জন।২নং কাইচতলি ওয়ার্ডের পুরুষ ভোটার সংখ্যা ৫৫৩ জন এবং মহিলা ভোটার সংখ্যা ৫২৮ জন সর্বমোট ভোটার সংখ্যা ১০৮১ জন।
তবে ভোট কেন্দ্রে পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটার বেশি উপস্থিতি লক্ষ্য করা গেছে।
১নং ওয়ার্ডের ভোট কেন্দ্রের প্রিজাডিং অফিসার মোঃ ফারুক হোসেন ও ২নং কেন্দ্রর প্রিজাইডিং অফিসার মোঃ নুরুল আলম জানান সকাল থেকেই শান্তিপূর্ণ ভাবে ভোট কেন্দ্রে সাধারণ ভোটাররা ভোট দিতে এসেছে।
এদিকে ভোট গ্রহন কার্যক্রম চলাকালীন সময়ে জেলা প্রশাসকের অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট কায়েসুর রহমান কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন।তিনি প্রতিবেদককে জানান নির্বাচন কার্যক্রম সুন্দর ও সুষ্ঠ ভাবে পরিচালিত হচ্ছে,ভোট কেন্দ্রের পোলিং এজেন্ট প্রিজাইডিং অফিসার গন তাদের দায়িত্ব পালন করছে।অবাদ সুষ্ঠ নিরপেক্ষ ভোটের স্বার্থে সব ধরনের প্রস্তুতি আমরা গ্রহণ করেছি।
















