অশোক দাশ, সীতাকুণ্ড প্রতিনিধি :
পারিবারিক কলহের জের ধরে চট্টগ্রামের সীতাকুণ্ডের বড় সতীন শাহনাজ বেগম নামে এক গৃহবধূকে জবাই করে হত্যা করেছে।
এ ঘটনায় অভিযুক্ত আরেক সতীন মোছাম্মৎ সুলতানাকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৩১ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে ছলিমপুর কালুশাহ মাজার সংলগ্ন বক্ষব্যাধি হাসপাতাল কলোনির দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।
মৃত শাহনাজ বেগম ওই এলাকার বসবাসরত মো. আজিমের প্রথম স্ত্রী ও আটক সুলতানা বেগম দ্বিতীয় স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়,ছলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট বক্ষব্যাধি হাসপাতালে একটি স্টাপ কোয়াটারে স্ত্রী শাহনাজ বেগম ও দুই ছেলেকে নিয়ে বসবাস করতেন স্বামী মোঃ আজিম। এরই মধ্যে আজিম তার বড় ছেলেকে নিয়ে তার নিজ গ্রামের বাড়ি চট্টগ্রামের আনোয়ারা থানাধীন একটি বিয়ের অনুষ্ঠানে যান। এসময় তার দ্বিতীয় স্ত্রী সুলতানা বেগম(২০) শাহনাজকে গলাকেটে হত্যা করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুলতানা বেগমকে আটক করে।
বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. আবুল কালাম আজাদ।
এ ব্যাপারে ফৌজদার হাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক (আইসি) তৌহিদুল করিম বলেন পারিবারিক বিরোধের জের ধরে এক নারীকে হত্যা করা হয়েছে। তার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এবং নিহত নারীর ছোট সতীনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
















