নিজস্ব প্রতিবেদক :
পরিবেশের ছাড়পত্র না থাকা, বায়ু দূষণ, নদী ভরাট ও নিষিদ্ধ এলাকায় প্রতিষ্ঠান স্থাপনের অভিযোগে ২৫ প্রতিষ্ঠানকে ৯০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) পরিবেশ অধিদফতর, চট্টগ্রাম অঞ্চলে শুনানি শেষে এ জরিমানা করা হয়।
পরিবেশ অধিদফতর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মফিদুল আলম বলেন, জরিমানাকৃত প্রতিষ্ঠান সমূহ বিভিন্ন অনিয়ম করে প্রতিষ্ঠান পরিচালনা করে আসছে। সরেজমিন তদন্তে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা পাওয়া যায়।
তাই পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৭ ও ১২ ধারায় ২৫ প্রতিষ্ঠানকে ৯০ লাখ ১৬ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।
















