নিজস্ব প্রতিবেদক :
সীতাকুন্ডে এসকেএম জুটমিলের সামনে চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া ঢাকামুখী তূর্ণা নিশীথার সাথে একটি ট্যাঙ্ক লরির ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে তূর্ণা নিশীথার ইঞ্জিনের ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে।
জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখি তূর্ণা নিশীথা সীতাকুন্ড অতিক্রম করার সময় বাড়বকুন্ডের এসকেএম গেইটে একটি লরিকে সজোরে ধাক্কা দেয়। লরিটির পেছনের অংশে দুমড়ে-মুছড়ে যায়। এসময় লরিটিতে কোন মালামাল ছিল না তবে চালক আগেই গাড়ি থেকে সরে যায়। ট্রেনটি লাইনচ্যুত হওয়ায় সাময়িক ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে কোন যাত্রী হতাহত হয়নি। তবে ট্রেনের ইঞ্জিনের ব্যাপক ক্ষতি হয়েছে।
এই ব্যাপারে ঘটনাস্থলে রিলিফ ট্রেন নিয়ে যাওয়া লোকোমাস্টার মুজিবুর রহমান ভূইয়া জানান, তূর্ণার ইঞ্জিন সামান্য ক্ষতি হয়েছে। আমি রিলিফ ট্রেন নিয়ে যাচ্ছি। নতুন ইঞ্জিন লাগনোর পর তূর্ণা চলে গেলে আর একটি ইঞ্জিনের সাহায্যে ক্ষতিগ্রস্ত ইঞ্জিনটি নিয়ে আসবো।
জানা গেছে অবৈধ লেভেল ক্রসিংয়ে ট্যাঙ্ক লরিরটি ট্রেন যাওয়ার সময় প্রবেশ করায় এই দুর্ঘটনা ঘটে। তবে কোন হতাহত হয়নি। ট্রেনটি তখন ৭০ কিলোমিটার বেগে চলছিল বলে এক ট্রেন চালক জানিয়েছেন।
















