নিজস্ব প্রতিবেদক:
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে চট্টগ্রামের কর্ণফুলীতে ৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। এবারের ইউপি নির্বাচনের প্রায় ৭০ শতাংশ ভোটার স্ব-স্ব ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীদের ভোটাধিকার প্রয়োগ করতে দেখা গেছে।
একই দিন রাত ১০টার দিকে ৩ ইউনিয়নে চেয়ারম্যান পদে বেসরকারি ভাবে ফলাফল ঘোষণা করে কর্ণফুলী উপজেলা নির্বাচন অফিস ও রিটার্নিং কর্মকর্তা আব্দুল শুক্কুর ও রকর চাকমা।
রবিবার (২৬ ডিসেম্বর) সারাদেশের চতুর্থ ধাপের এই নির্বাচনে ৪টি ইউনিয়নের ৩৬টি ওয়ার্ডের অর্ধশতাধিক ভোট কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। যদিওবা বড়উঠান ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নৌকার প্রার্থী মোহাম্মদ দিদারুল আলম নির্বাচিত হওয়ায় ওই ইউনিয়নে শুধুমাত্র সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্যদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
এবারের নির্বাচনে শিকলবাহা ইউপিতে- স্বতন্ত্র প্রার্থী (আনারস) জাহাঙ্গীর আলম, চরলক্ষ্যা ইউপিতে- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী (নৌকা) মোহাম্মদ সোলায়মান এবং জুলধা ইউপিতে (নৌকা) হাজী মুহাম্মদ নুরুল হক বেসরকারিভাবে নির্বাচিত চেয়ারম্যান হয়েছেন।
এছাড়াও দুপুর ১২ টার দিকে চরলক্ষ্যার একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করে মোহাম্মদ আলী নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
নির্বাচন অফিস সুত্র জানায়, শিকলবাহা ইউনিয়নে জাহাঙ্গীর আলম আনারস প্রতীকে ১৬৩৯৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিটকতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল করিম ফোরকান নৌকা প্রতীকে পেয়েছেন ৪৩৯৫ ভোট।
চরলক্ষ্যা ইউনিয়নে মোহাম্মদ সোলায়মান তালুকদার নৌকা প্রতীক ১১২৯৫ ভোট পেয়ে প্রথমবারের মতো বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী চশমা প্রতীকে পেয়েছেন ৪২৩৫ ভোট। পাশাপাশি চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মো. ইব্রাহিম মিয়া আনারস প্রতীকে ভোট পেয়েছেন ১৭৪৭, এটিএম হানিফ মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন ১৪ ও নাসির আহমেদ (ঘোড়া) প্রতীক প্রার্থী পেয়েছেন ৪ ভোট।
জুলধা ইউনিয়নে হাজী মুহাম্মদ নুরুল হক নৌকা প্রতীক ৪৮৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মুছা চশমা প্রতীকে পেয়েছেন ৩৯০৭ ভোট। অপরপ্রার্থী রফিক আহমদ আনারস প্রতীকে পেয়েছেন ১৭২৭ ভোট
কেন্দ্রের ফলাফল স্থগিত ও ভোট গ্রহণ স্থগিত হওয়ার মতো কোন খবর নেই বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার শাহিনা সুলতানা।
পুরো উপজেলার সবকটি কেন্দ্রে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হলেও চরলক্ষ্যা ইউনিয়নের নির্বাচন নিয়ে নানা অনিয়মের প্রশ্ন তুলেছেন একাধিক স্বতন্ত্র প্রার্থী।
















