নিজস্ব প্রতিবেদক :
চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে রবিবার (২৬ ডিসেম্বর) চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ৪টি ইউনিয়নে ভোটগ্রহণ হবে। কিন্তু ভোটের দিন ভোরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে উপজেলার শিকলবাহা ইউনিয়নের ওয়ার্ড মেম্বার প্রার্থী মো. মনির তালুকদার মৃত্যুবরণ করেছেন।
রবিবার (২৬ ডিসেম্বর) ভোরে তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মনির তালুকদারের ছেলে আরফাত মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, মনির তালুকদার কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হয়ে ফুটবল মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। ভোটের মাঠে প্রচার-প্রচারণা চালালেও হঠাৎ ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার দিন ভোরে তিনি মারা যাওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে কর্ণফুলী নির্বাচন কর্মকর্তা আব্দুল শুক্কুর বলেন, এটা দুঃখজনক ঘটনা। তবে তার মৃত্যুতে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। তিনি নির্বাচিত হলে পরবর্তীতে সেখানে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
















