নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার জুলধায় এক প্রার্থীর বাসায় হামলা করতে গিয়ে তিন যুবক আটক হয়েছেন। ২৫ ডিসেম্বর (শনিবার) রাত ৯টায় জুলধা ৫নং ওয়ার্ড কচির মোহাম্মদ পাড়ায় এ ঘটনা ঘটে।
শাহমীরপুর পুলিশ ফাঁড়ির আইসি আল মাহামুদ বিষয়টি নিশ্চিত করে জানান, ‘জুলধা ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী হাজী মুহাম্মদ নুরুল হকের বাসায় হামলা করার অভিযোগে স্থানীয়রা তিনজনকে আটক করে খবর দেন। ঘটনাস্থলে গিয়ে আমরা তাদের উদ্ধার এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করছি।’
হাজী মুহাম্মদ নুরুল হক অভিযোগ করে বলেন, ‘আনারসের প্রতীকের প্রার্থী রফিক আহমদের ছেলে রিমু ও ওনার জামাই আজগর এর নেতৃত্বে ৭/৮ জনের একটি দল অস্ত্রসহ আমার বাসায় এসে হামলা করতে চেষ্টা করেন। এ সময় আশেপাশের লোকজন তাদের ধাওয়া করে তিনজনকে আটক করেন। বাকিরা পালিয়ে যায়। পরে এদের গণপিটুনি দিয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ তাদের নিয়ে গেছেন।’
তিনি আরও বলেন, ‘আমি এখন নিরাপত্তাহীরতায় ভুগিতেছি। আমার নিরাপত্তা দরকার। প্রশাসন যেন সে ব্যবস্থা করেন।’
জানা যায়, আটক তিন যুবকেরা বহিরাগত। এরা নগরীর অক্সিজেন এলাকার বলে পুলিশ জানান। এদের নাম রহিম, কামাল ও সাজ্জাদ। এদের প্রত্যেকের বয়স ১৮-২৭।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে আনারস প্রতিকীর প্রার্থী রফিক আহমদ বলেন, ‘এ ঘটনা বানোয়াট বলে মনে হচ্ছে। আমি এখন জুলধা ১নং ওয়ার্ডে। আমি ১৯৮৮ সাল থেকে নির্বাচন করছি। চার বারের চেয়ারম্যান। কোনদিন মারামারি করিনি। এবারও আমার আনারসের গণজোয়ার দেখে এসব অপ্রচার শুরু করছে নৌকার প্রার্থী।’
সর্বশেষ উপজেলা প্রশাসন সূত্রে তথ্য পাওয়া যায়, জুলধা থেকে তিন যুবককে আটক করা হয়েছে। জিজ্ঞেসাবাদ করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) শিরীন আক্তার তাদের তিন দিনের জেল ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন।
















