নীরব চৌধুরী বিটন, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে নানান আয়োজনের মধ্যে দিয়ে খ্রীষ্টান ধর্মাবলম্বীদের প্রধান উৎসব বড়দিন পালন করা হয়েছে।
খাগড়াছড়ি শহরের খাগড়াপুর ব্যাপ্টিস্ট চার্চের পালক হেমঙ্কর ত্রিপুরা জানান, খাগড়াছড়ি জেলাতে ২৮৪টি চার্চ আছে।
চার্চে সকাল ১০টায় বড়দিনের বিশেষ প্রার্থনা, কেক কাটা ও শিশুদের উপহার দেওয়া হয়। এদিকে চার্চের সংখ্যা বেশি পালক কম হওয়ায় অনেক চার্চে বিকেলে অনুষ্ঠান করা হয়।
শহরের খাগড়াপুর ব্যাপ্টিস্ট চার্চের ভক্ত অনন্ত ত্রিপুরা জানান, যীশু খ্রীষ্ট জন্মদিন উপলক্ষে চার্চে বিশেষ প্রার্থনা, কেক কাটা ও শিশুদের উপহার দেওয়ার শেষে ভক্তদের বিভিন্ন ধরণের খাবার পরিবেশনা করা হয়েছে।
সদরের আপার পেরাছড়া প্রেরিত শিষ্য সাধু যোহন ধর্ম পল্লীর ধর্মযাজক পাল পুরোহিত ফার রর্কট গনসালডেছ জানান, যীশু জন্মটা আমরা প্রধান উৎসব হিসেবে দেখি। খাগড়াছড়িতে আমাদের বারটি ক্যাথলিক চার্চ আছে। বারটি চার্চে ত্রিপুরা, চাকমা ও মারমা ভক্ত।
অনুষ্ঠানে যাজক তাঁর আশিবাদ করেন। ধুপধনা, পবিত্র জল ছিটিয়ে দিয়ে শিশু যীশুকে স্থাপন করা হয় গোশারায়। সেখানে প্রার্থনা করা হয়। ভক্তরা ঘুরে ঘুরে বড়দিনের কীর্তন করে।
















