মিরসরাই প্রতিনিধি: মিরসরাইয়ে নার্সারী, বাগান শ্রমিক ও হতদরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার মিঠাছরা, কাটাছরা ও কয়লা এলাকায় জোহরা এগ্রো ফার্মস ও নার্সারীর সৌজন্যে এসব কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রাজনীতিবিদ, সমাজসেবক মফিজ উদ্দিন, জোহরা এগ্রো ফার্মস ও নার্সারীর সত্তধিকারী মাঃ ওমর শরিফ, সাংবাদিক এম মাঈন উদ্দিন, প্রকৌশলী শাখাওয়াত হোসেন পলাশ, জোহরা এগ্রো ফার্মস ও নার্সারীর ম্যানেজার মোঃ আইনুল কবির রিপন।
জোহরা এগ্রো ফার্মস ও নার্সারীর সত্ত¡াধিকারী মো. ওমর শরিফ বলেন, আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে ৪০ জন নার্সারী, বাগান শ্রমিকসহ প্রায় ১শ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছি।
দায়িত্ববোধ থেকে আমার ক্ষুদ্র সামর্থ অনুযায়ী এই শীতে তাদের জন্য কিছু করার চেষ্টা করেছি। ভবিষ্যতে এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
















