নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নে ইউপি সদস্য হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মাহবুব আলী।
ওই ওয়ার্ডের অন্য প্রতিদ্বন্দ্বিদের মধ্যে একজনের মনোনয়ন বাতিল ও দুইজন মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেওয়ায় ওই ওয়ার্ডে মেম্বার পদে নির্বাচিত হন তিনি।
জানা যায়, উপজেলার আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য (ওয়ার্ড মেম্বার) মাহবুব আলম। তিনি জনপ্রতিনিধি হিসেবে টানা দুইবার নির্বাচিত হয়েছেন।
তার ওয়ার্ড থেকে অন্য কেউ মনোনয়ন পত্র সংগ্রহ না করায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
ওই ওয়ার্ডের দুই প্রার্থী ঝুমুর মহাজন ও জামাল আহম্মদের এর দুজনের ঋণখেলাপী থাকায়
মনোনয়ন পত্র অবৈধ ঘোষণা করে উপজেলা নির্বাচন কমিশন অপর প্রার্থী মো. রফিক সোমবার (১৯ ডিসেম্বর) দুপুরে নিজের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন।
এ ব্যাপারে বটতলী ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, উপজেলার বটতলী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য (ওয়ার্ড মেম্বার) মাহবুব আলীসহ চার জন মেম্বার পদে মনোনয়ন কিনেছিলেন।
তাদের মধ্যে দুইজনের মনোনয়নপত্র বাতিল ও অন্য একজন প্রত্যাহর করায়। বাছাইয়ে অপর প্রার্থী মাহবুব আলীর মনোনয়ন বৈধ হওয়ায় তিনি বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
















