বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালী উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের সোমবার (২০ ডিসেম্বর) প্রতীক বরাদ্ধ দিয়েছে নির্বাচন কমিশন।
উপজেলার ৭ ইউনিয়ন পরিষদে নির্বাচনী মাঠে রয়েছে ২৫ জন চেয়ারম্যান পদপ্রার্থী, ২৭২জন সাধারণ সদস্য ও ৫৯ জন সংরক্ষিত সদস্য পদপ্রার্থী।
প্রতীক পেয়ে এলাকায় নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। প্রার্থীদের প্রচার প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে ৭ ইউনিয়ন পরিষদ নির্বাচনী এলাকা।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নুরুল ইসলাম জানান, প্রার্থীদের মাঝে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, শাকপুরা ইউনিয়ন পরিষদে আব্দুল মান্নান মোনাফ (নৌকা), নুরুল ইসলাম (হাতপাখা), মো. আবদুল মালেক (চেয়ার) ও গিয়াস উদ্দীন সোহেল (আনারস) ।
সারোয়াতলী ইউনিয়ন পরিষদে মো. বেলাল হোসেন (নৌকা), এ.এস.এম মহিউদ্দীন চৌধুরী (চেয়ার) ও এ এম এম ইউসুফ চৌধুরী (আনারস)।
পোপাদিয়া ইউনিয়ন পরিষদে এসএম জসিম উদ্দীন (নৌকা) ও বাবু দাশ (টেলিফোন)। চরণদ্বীপ ইউপিতে মো. নুরুল আমিন খান (আনারস), মুহাম্মদ শোয়াইব রেযা (চশমা), মো. মোস্তাফা কামাল (মোটর সাইকেল) ও রহমত আলী চৌধুরী (অটো-রিকশা)।
শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদে মোহাম্মদ মোকারম (নৌকা), জমির উদ্দীন (আনারস), খালেদ সাইফুল্লাহ (হাতপাখা), মো. ইকবাল (মোটর সাইকেল) ও মো. নাঈম উদ্দীন (চশমা)। আমুচিয়া ইউপিতে কাজল দে (নৌকা) ও অনুপম বড়ুয়া পারু (কাস্তে)।
আহলা করলডেঙ্গা ইউনিয়ন পরিষদে মনছুর আহাম্মদ বাবুল (নৌকা), হামিদুল হক মান্নান (আনারস), মো. মোহরম আলী (টেলিফোন), মো. মাহাবুবুল আলম সিদ্দিকী (ঘোড়া) ও মো. সায়েম (মোটর সাইকেল)।
ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৫ জানুয়ারি।
এছাড়া চরণদ্বীপ ইউপির সংরক্ষিত সদস্য পদে বেলী আকতার ও সারোয়াতলী ইউপির ৪নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে দিদারুল আলমকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বেসরকারীভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
















