আনোয়ারা প্রতিনিধি:
আসন্ন ইউপি নির্বাচনে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বিভিন্ন ইউনিয়নের ছয়জন চেয়ারম্যান প্রার্থীসহ ৩২ জন মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন।
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন রবিবার বিকেল পাঁচটা পর্যন্ত এসব মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়া হয়।
উপজেলা নির্বাচন অফিসার সাইয়েদ মোঃ আনোয়ার খালেদ জানান, উপজেলার ১০ ইউনিয়নে চেয়ারম্যান পদে ছয়জন তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন।
তারা হলেন, উপজেলার ২নং বারশত ইউনিয়নের সমীরণ নাথ , আবুল বশর, ৩নং রায়পুর ইউনিয়নে সালামত উল্লাহ চৌধুরী,আনোয়ারা সদরে স্বপন কান্তি ধর , চাতরী ইউনিয়নে শামসুদ্দিন আহমদ চৌধুরী , পরৈকোড়া ইউনিয়নে মোঃ আলী ।
তিনি আরও বলেন, সাধারণ সদস্য বৈরাগ ইউনিয়নে ৪জন, বারশত ইউনিয়নে ৩জন, রায়পুর ইউনিয়নে ২জন, বটতলী ইউনিয়নে ৪ জন, বরুমচড়া ইউনিয়নে ১জন , বারখাইন ইউনিয়নে ২জন, চাতরী ইউনিয়নে ৫জন, পরৈকোড়া ইউনিয়নে ৫জন মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।
এর আগে ১২ ডিসেম্বর মনোনয়ন পত্র বাছাইয়ের দিন ঋণ খেলাপি কারণে বটতলী ইউনিয়নে মেজবাহ উদ্দীন আহমেদ চৌধুরী নামে চেয়ারম্যান পদে একজন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়।
মনোনয়নপত্র প্রত্যাহারের পর চেয়ারম্যান পদে ২৪ জন, সাধারণ সদস্য পদে ৩৮৩জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী বটতলী ইউনিয়নে অধ্যাপক এমএ মান্নান চৌধুরী, বৈরাগ ইউনিয়নে নোয়াব আলী, চাতরী ইউনিয়নে আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, বারখাইন ইউনিয়নে হাসনাইন জলিল চৌধুরী শাকিল ও
সংরক্ষিত মহিলা সদস্য পদে পরৈকোড়া ইউনিয়নে একজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়,
মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ছিল ১২ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৯ ডিসেম্বর , আগামীকাল প্রতীক বরাদ্দ , ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৫ জানুয়ারি।
















