জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উদ্যাপন পরিষদ ৩৭নং মুনিরনগর ওয়ার্ডের উদ্যোগে মহান বিজয় দিবস, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে গত ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার ১২নং পোর্ট কলোনী শহীদ মিনার পাদদেশ সংলগ্ন মাঠে দিনব্যাপি নানা কর্মসূচির মাধ্যমে পালন করা হয়।
কর্মসূচির মধ্যে ছিল সকাল ১০টায় বিজয় র্যালি, বেলা ১২টায় চিত্র প্রদর্শনী, বিকাল ৪টায় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক মঞ্চস্থ হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উদ্যাপন পরিষদ ৩৭নং মুনিরনগরের আহবায়ক ও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক পাঠাগার সম্পাদক ছাত্রনেতা শওকত হোসন জগলু’র সভাপতিত্বে ও শেখ রাসেল স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাওনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি, সাবেক ছাত্র ও যুবনেতা আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য বখতেয়ার উদ্দিন খান।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি, চউক বোর্ড সদস্য, যুব সংগঠক এম. আর আজিম।
আরো বক্তব্য রাখেন বন্দর জাতীয় শ্রমিকলীগ (সিবিএ)’র সাবেক সভাপতি এড. মাহফুজুর রহমান খান, মহানগর জাতীয় শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আখতার উদ্দিন, চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদ (সিবিএ)’র সাবেক সভাপতি আবুল মনছুর আহমেদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক, যুবনেতা মেজবাহ উদ্দিন মোরশেদ, চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদ (সিবিএ)’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মেজবাহুল ইসলাম, নগর ছাত্রলীগের সাবেক নির্বাহী সদস্য মোছলেহ উদ্দিন আহমেদ শিবলী, আওয়ামী লীগ নেতা আমিনুল করিম বাবু, মো. রাশেদ, সাবেক ছাত্রলীগ নেতা আমজাদ হোসেন, দিদার, মামুনুর রহমান রঞ্জু, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নির্বাহী সদস্য আলী রেজা পিন্টু, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি ফররুখ আহমেদ পাবেল, নগর ছাত্রলীগের ত্রাণ ও দূর্যোগ সম্পাদক আবুল মনছুর টিটু, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক মো. কবির আহমদ, যুব সংগঠক তানজীম আহসান জিবু প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে নগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু বলেন, অসাম্প্রদায়িক চেতনায় দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উন্নত-সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তুলতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
















