চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী আজ বৃহস্পতিবার রাজস্ব সার্কেল-১ পরিদর্শকালে বলেন, কর আদায় নিয়ে যে বিভ্রান্তি ছড়ানো হয়েছে তা নিয়ে ব্যতিব্যস্ত হওয়ার কোন অবকাশ নেই।
আগে নিজের অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করে পেশাদারিত্ব হোন। তিনি প্রতিটি ওয়ার্ডে আয়বর্দ্ধক প্রকল্প গ্রহণ করে চসিককে স্বাবলম্বী করার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, কর কর্মকর্তা মহিউদ্দিন আহমদ, জসিম উদ্দিন, আজম খান, উত্তম কুমার দাশ, রাশেদুর রহমান, রূপম কান্তি চৌধুরী, নুরুল ইসলাম প্রমুখ।
















