এবার চেক প্রতারণার অভিযোগে কিউকমের চেয়ারম্যান মো.আইয়ুব আলী, এমডি মো.রিপন মিয়া, সেলস এক্সিকিউটিভ তানভির চৌধুরী ও হেড অব সেলস হুমায়ুন কবির নিরব প্রকাশ আরজে নিরবের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
আজ বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালতে মামলাটি দায়ের করা হয়।
মামলার বাদী ব্যবসায়ী মো.ফারুক গণমাধ্যকে বলেন, লোভনীয় কিউকমের বিজ্ঞাপন দেখে প্রভাবিত হয়ে ৩ লাখ ৪২ হাজার টাকার পণ্যের অর্ডার দিয়েছিলাম। কিন্তু দীর্ঘ সময়ে কোনও পণ্য সরবরাহ করা হয়নি। পরে পণ্য সরবরাহ করতে না পারলে অফিসে যোগাযোগ করলে চেক দেওয়া হয়। চেক ব্যাংকে কয়েকবার জমা দেওয়া হলেও একাউন্টে টাকা না থাকার কারণে ফেরত দেন ব্যাংক কর্তৃপক্ষ। পরে আইনজীবীর মাধ্যমে নোটিশ প্রদান করা হলেও কোনও উত্তর দেয়নি।
















