স্টাফ রিপোর্টার :
কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইশতেহার ঘোষণা করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম ।
রবিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার শিকলবাহায় নাগরিক কমিটির আয়োজিত অনুষ্ঠানে ৭ দফা সম্বলিত নির্বাচনী ইশতেহার তুলে ধরেন এ বর্তমান চেয়ারম্যান ।
নাগরিক কমিটির চেয়ারম্যান এডভোকেট জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাগরিক কমিটির উপদেষ্টা আবদুস সত্তার রনি।
এই ৭ দফা ইশতেহারে যা রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি তুলে ধরা হল, বিশুদ্ধ পানীয় জলের অভাব মিটানোর জন্য আরো গভীর নলকূপ স্থাপন এবং কালারপোল স্কুলের সামনে অবস্থিত ওয়াসার লাইন থেকে সংযোগ নিয়ে পাইপ লাইনের মাধ্যমে ঘরে ঘরে পানি সরবরাহের ব্যবস্থা করা হবে।
জলাবদ্ধতা নিরসন, পানি নিষ্কাশনের জন্য আরো নতুন নতুন ছোট বড় নালা নির্মাণ করা হবে। শিকলবাহা ইউনিয়নে শিক্ষার হার বৃদ্ধি ও কর্মসংস্হান সৃষ্টিতে ভূমি দাতা সাপেক্ষে নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান, কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, পাবলিক লাইব্রেরি নির্মাণসহ চেয়ারম্যান শিক্ষা বৃত্তি চালু করা হবে।
নাগরিক কমিটির সদস্য সচিব মো. ইমতিয়াজ উদ্দিনের সঞ্চলনায় এ সময় মহিউদ্দিন মুরাদ, লুৎফর রহমান শাহাজান,দোস্ত আহমদ, হাজী মো. আজাদ, মাহমুদুল হক,আহমদ মিয়া সরদার , মোজাম্মেল হক, হাজী জামাল আহমেদ, এডভোকেট গিয়াস উদ্দিন পারভেজ, মো. ইকবাল সহ নাগরিক কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইশতেহারে চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম বলেন, গত মেয়াদে তিনি চেয়ারম্যান হিসেবে শিকলবাহা ইউনিয়নের অবকাঠামোসহ ব্যাপক উন্নয়ন কাজ করেছেন। এবার নির্বাচিত হলে অসমাপ্ত কাজ শেষ করার অঙ্গীকার করেন তিনি।
এছাড়া শিকলবাহা ইউনিয়নকে পরিচ্ছন্ন ও আধুনিক করে গড়ে তোলার অঙ্গীকার করেন জাহাঙ্গীর আলম।
















