নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম কর্ণফুলী উপজেলায় শিকলবাহা ইউপির নির্বাচনে ৭ নং ওয়ার্ডের সাধারণ সদস্য (মেম্বার) প্রার্থীর বিরুদ্ধে অপর এক মেম্বার প্রার্থীর প্রচার-প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ওই মেম্বার প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।
একই ঘটনায় ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট এবং থানা পুলিশের কাছেও লিখিত অভিযোগের কথা জানিয়েছেন ভুক্তভোগী টিউববয়েল মার্কার মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ রেজাউল করিম শাকিল।
১২ ডিসেম্বর অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা রকর চাকমা।
লিখিত অভিযোগে মো. রেজাউল করিম উল্লেখ করেন, অপর মেম্বার পদপ্রার্থী নুরুল ইসলাম তার সাথে খারাপ আচরণ, অশালীন ভাষায় তার মরহুম পিতাকে গালাগালি ও শারীরিক ভাবে আঘাত করা হুমকি দিচ্ছেন। এতে এলাকায় ভোটাররা আতঙ্কে রয়েছে। প্রার্থী নিজেও নিরাপত্তাহীনতায় বলে জানিয়েছেন।
ইতোপূর্বে পুলিশকে এ বিষয়ে ব্যবস্থা নিতে ভ্রাম্যমান আদালতের এক ম্যাজিস্ট্রেট নির্দেশ দিয়েছেন বলে সূত্র জানায়।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চতুর্থ ধাপে এ ইউনিয়নে ২৬ ডিসেম্বর ভোট গ্রহণ করা হবে।
















