রিয়াদ হোসেন, আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারা উপজেলায় আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে অসহায় ও দরিদ্র এবং প্রশিক্ষণ প্রাপ্ত মহিলার মাঝে সেলাইমেশিন ও পঙ্গু’রদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
২২ সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলা হল রুমে এই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জুবায়ের আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাবেয়া চৌধুরী।
এ সময় বক্তারা বলেন, নারীরা পুরুষের পাশাপাশি নিজেদেরকে স্বাবলম্বী করার জন্য কাজ করতে হবে। তারা যেন স্বাবলম্বী হতে পারে এ জন্য বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদেরকে স্বাবলম্বী করার জন্য নানাভাবে সহযোগিতা করছে। প্রতিবন্ধীরা যেন স্বাভাবিক জীবনের মতো কিছুটা চলাফেরা করতে পারে সে জন্য সরকার কাজ করে যাচ্ছেন।
পরে ২২জন প্রশিক্ষণ প্রাপ্ত মহিলার মাঝে সেলাইমেশিন ও ২০জন পঙ্গু’র মাঝে হুইল চেয়ার হস্তান্তর করা হয়।
















