নগরীর বায়েজিদ থানার অক্সিজেন এলাকা থেকে ১০ম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে অপহরণ করতে গিয়ে প্রেমিক মো.আরিফ সহ চার কিশোরকে যেতে হয়েছে শ্রীঘরে।
আজ মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রৌফাবাদ রশিদিয়া দাখিল মাদ্রাসার ১০ম শ্রেনীর এক ছাত্রীর সাথে সম্পর্কে জাড়ায় মোঃ আরিফ। পরে তাদের মধ্যে মনোমালিন্য হলে প্রেমিক আরিফ তার তিন বন্ধুকে নিয়ে আজ দিবাগত রাতে প্রেমিকাকে তুলে নেওয়ার চেষ্টা করে। ছাত্রীর পিতা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ আরিফসহ তার তিন বন্ধু মোঃ ইমরান হাসান, মোঃ হেলাল, ও সাহাব উদ্দিনকে আটক করে।
এ ঘটনার পর ছাত্রীর পিতা বাদি হয়ে বায়েজিদ থানায় মামলা দায়ের করলে তাদের কে কারাগারে প্রেরণ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক সীমা আক্তার বলেন, স্কুলছাত্রীটির সাথে আরিফের পূর্ব পরিচিত ছিল। আরিফ ছাত্রীটিকে দীর্ঘদিন থেকে উত্যক্ত করে আসছিল। তার প্রস্তাবে রাজি না হওয়ায় আজ দিবাগত রাত ১ টার দিকে তাকে তুলি নিয়ে যাওয়ার চেষ্টা করলে খবর পেয়ে তাকে উদ্ধার করা হয় এবং আসামী আরিফসহ তার তিন সহযোগীকে গ্রেফতার করা হয়।
















