চট্টগ্রামের পটিয়ায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৌলানা দেলোয়ার হোসেন (৪৭), সহ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২০ সেপ্টেম্বর) বিকালে উপজেলার ফাজিলখারহাট কৈয়গ্রাম বাজারে এ ঘটনা ঘটে।
আহত অন্যরা হলেন-একই গ্রামের নুরুল আবছার (৪০) ও তাহমিনা কাউছার (৩০) তাদের উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করা হয়েছে।
থানার এজাহার ও স্থানীয় সূত্র জানায়, কৈয়গ্রাম মৌজার
২৭২৩ দাগের ০৬ শতক জমি নিয়ে দেলোয়ার হোসেনের প্রতিপক্ষের সাথে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন বিকেলে বিরোধীয় জমি পরিমাপ করিতে গেলে বিরোধ তীব্র আকার ধারণ করে। এ সময় অভিযুক্তরা দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে ও লাঠিসোটা নিয়ে বাধা প্রদান করে। এমনকি উভয় পক্ষের উপস্থিতিতে মাপ চলাকালে প্রতিপক্ষের আবদুল্লাহ আল হারুন (৫০) এর নেতৃত্বে দেলোয়ার হোসেনের উপর হামলার ঘটনা ঘটায়। যদিও বিষয়টি নিয়ে এরআগে বিজ্ঞ আদালতে একাধিক মামলা চলমান ছিল।
এদিকে, আহত দেলোয়ার হোসেন জানান, মীমাংসার জন্য মাপামাপি চলাকালে প্রতিপক্ষরা অতর্কিত হামলা চালিয়ে আমাকে জখম করে। ৩৫ হাজার টাকা দামের মোবাইল ছিনিয়ে নেয়। বসতঘরে ভাংচুর ও লুটপাট করে আড়াই লাখ টাকার
ক্ষতিসাধন করেছে। তিনি আরো বলেন, অভিযুক্তরা জবরদখল করে জমি দখলে নিতে চায়। নাহয় চাঁদা দাবি করে ৫ লাখ।’
অভিযুক্তরা হলেন আবদুল্লাহ আল হারুন (৫০), মোহাম্মদ মোজাম্মেল হোসেন (৩৫), এমরান (৩৭), ইয়াছিন (৪০), মো. রেজাউল করিম (৫৫), মোহাম্মদ ইয়াছিন (৪৫), মো. রাফি (২০), মো. কায়েছ (৩০), মো. তৈয়ব (৪৫), মো. আবু (৫০), মো, সোলেমান (৬০), মো. ওসমান (৫৫), মো. নেজাম প্রকাশ অলি (২৫), মো. হোসেন (৫৫), মো. ইদ্রিস (৬০), মো. রিফাজ (২২), মো. মানিক (২৫) ও মোঃ এসকান্দর (৩০)। তাদের সবার বাড়ি পটিয়ার ফাজিলখারহাট কৈয়গ্রাম ০৩ নং ওয়ার্ডে।
তবে, হামলায় নেতৃত্বদানকারীরা এই ঘটনায় তাদের পরিবারের জড়িত থাকার কথা অস্বীকার করে বলেন, কারা হামলা চালিয়েছে তা বলতে পারব না।
কালারপোল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ সোলেয়মান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি, তবে তদন্ত করে বিষয়টি দেখা হচ্ছে। দুপক্ষকে ফাঁড়িতে ডাকা হয়েছে। অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
















