বোয়ালখালী প্রতিনিধি: এবারের বোয়ালখালী পৌরসভার নির্বাচন হবে শতভাগ সুষ্ঠু অবাধ এ নিরপেক্ষ । এখানে কোন ধরনের বিশৃঙ্খলা হতে দেওয়া যাবে না। পৌর কাউন্সিলর প্রার্থীদের আয়োজনে এসব কথা বলেন রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার।
শনিবার (১৮ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা পরিষদের (অপরাজিতা) হলরুমে এ সভার আয়োজন করা হয়।
এতে ৯ টি ওয়ার্ডের পৌর নির্বাচনে অংশ নেওয়া সকল কাউন্সিলর পদপ্রার্থীরা উপস্থিত ছিলেন।
সভায় ইউএনও আরো বলেন, যতই সামরিক বাহিনী মোতায়েন করি না কেনো, আপনাদের সহযোগিতা ছাড়া নির্বাচন সুশৃঙ্খল করা সম্ভব নয়। আপনারা আপনাদের জায়গায় সততার সাথে নির্বাচনে অংশগ্রহণ করুন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল করিম বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রতিটা ভোট কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণ অফিসার, পুলিশ ফোর্স থাকবে। প্রতি কেন্দ্রে দশজন করে পুলিশ, আনসার,বিজিবি, র্যাব মোতায়েন করা হবে।কেউ দয়া করে নির্বাচনী বিধিমালা লঙ্ঘন করার চেষ্টা করবেন না।
















