সাংবাদিক গৌতম দাশ জন্ম চট্টগ্রামে। থাকতেন রেয়াজউদ্দিন বাজার এলাকায়। দেশ ভাগের পর থেকে ভারতের ত্রিপুরা রাজ্যে বসতি। ছিলেন ত্রিপুরার স্থানীয় বহুল প্রচারিত দৈনিক ‘দেশের কথা’ পত্রিকার সম্পাদক ও রাজ্য কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক। মাঝে মাঝে এই দেশে আসতেন।
বিভিন্ন টিভির টক শোতেও তার কথা শুনতাম। তিনিই চট্টগ্রামের সাংবাদিকদের সাথে আগরতলা সাংবাদিক, সংস্কৃতিক কর্মী ও রাজনীতিবিদদের সাথে বন্ধুত্বের সেতুবন্ধন তৈরি করে দিয়েছিলেন।
অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী গতকাল ১৬ সেপ্টেম্বর চির বিদায় নিলেন ধরনীর বুক থেকে।ওঁ দিব্যান্ লোকান্ স্বঃ গচ্ছতু। যেখানেই থাকুন ভাল থাকুন গৌতম দা।
















