পনেরো বছরের সংসার জীবনের ইতি টেনেছেন বলিউড অভিনেতা আমির খান এবং কিরণ রাও খান দম্পতি। সেসময় ঘটা করে বিচ্ছেদের ঘোষণা দিয়ে অনেক নেটিজেনের সমালোচনার শিকারও হয়েছিলেন তারা।
এর রেশ কাটতে না কাটতেই তাদের একসাথে এক বিয়ের অনুষ্ঠানে অংশ নেয়ার ছবি প্রকাশ পায়। সেখানে দেখা যায়, একটি বিয়ের অনুষ্ঠানে প্রাক্তন স্ত্রী কিরণকে সাথে নিয়ে গিয়েছেন আমির।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আমিরের ছোটবেলার বন্ধু তাকে একটি পারিবারিক বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেখানে আমন্ত্রিতরা ধরেই নিয়েছিলেন আমির একা আসবেন। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে আমির তার কিরণকে নিয়ে উপস্থিত হন এবং তারা এমনভাবে সবার সাথে কথা বলেন যেন তাদের মাঝে কিছুই হয়নি।
‘লগন’ সিনেমার সেটে পরিচয়ের পর ২০০৫ সালে বিয়ে করেন আমির-কিরণ। এবছর বিচ্ছেদের ঘোষণা দেন তারা।
তাদের ডিভোর্স স্টেটমেন্টে লেখা আছে “এই ১৫টি বছর আমরা একসাথে জীবনের অভিজ্ঞতা, হাসি-আনন্দ ভাগ করে নিয়েছি এবং আমাদের সম্পর্ক শুধুমাত্র বিশ্বাস, শ্রদ্ধা এবং ভালোবাসায় বেড়েছে। এখন আমরা একটি নতুন অধ্যায় শুরু করতে চাই, যেখানে স্বামী-স্ত্রী নয়, সন্তানের বাবা-মা হিসেবে এক পরিবার হয়ে থাকতে চাই।
















