রিয়াদ হোসেন, আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারা উপজেলায় দখলে থাকা ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৪ সেপ্টম্বারব) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলার চাতরী চৌমুহনী বাজারের এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী।
স্থানীয়রা অভিযোগ করে জানান, দীর্ঘদিন ধরে চাতরী চৌমুহনী বাজার এলাকায় প্রভাবশালীদের প্রভাব খাটিয়ে অবৈধ ভাবে সরকারি সড়ক দখল করে দুপাশে বসানো হয়েছিল ভাসমান দোকান ও সিএনজি পার্কিং ব্যবস্থা। এতে করে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে যানজট। সড়ক দুর্ঘটনাও ঘটছে প্রতিদিন।
উপজেলা প্রশাসনের এ উচ্ছেদ কার্যক্রমে খুশি স্থানীয়রা।
অভিযানের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী জানান- এ অভিযান অব্যাহত থাকবে। তাছাড়া উচ্ছেদকৃত জায়গায় পুনরায় স্থাপনা গড়ে তুললে উপজেলা প্রাশসনকে অবহিত করার জন্য স্থানীয়দের অনুরোধ জানান।
















