কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের কুতুবদিয়ায় গলায় ওড়না পেঁচিয়ে মিরাজু (১৬) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর ) সকাল সাড়ে ১০টায় ২নং ওয়ার্ড মাতবর পাড়া এলাকায় সে আত্মহত্যা করে। তবে কি কারণে মিরাজু আত্মহত্যার পথ বেছে নিল তা জানা যায়নি। সে একই এলাকার আজাদ (মিস্ত্রির) কন্যা ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর হায়দার বলেন, সকাল সাড়ে ১০টার দিকে গুরুতর অবস্থায় মিরাজুকে কুতুবদিয়া হাসপাতালে নিয়ে আসেন তার মা-বাবা। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে প্রথম দিকে মিরাজুর বাবা-মা মেয়ের আত্মহত্যার বিষয়টি লুকানোর চেষ্টা করেন। কিন্তু আমরা মিরাজুর গলায় আঘাতের চিহ্ন দেখে এটি আত্মহত্যা বলে নিশ্চিত হলে তারা স্বীকার করেন। কি কারণে মিরাজু আত্মহত্যা করেছে তারা এর সদুত্তর দিতে পারেননি।
















