চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন বিআরটিসি বাস স্টেশন সংলগ্ন মুর্শিদে আজম, হযরত শাহসুফি আলহাজ্ব মাওলানা আবুল কাসেম শাহ্ আল-মাইজভান্ডারী (কঃ) বাবাজান কেবলার একমাত্র পুত্র পীরে ত্বরিক্বত, সাজ্জাদানশীলে কাসেম ভান্ডার, আওলাদ-এ অলি, রাহমওে আশেকীন শাহজাদা শাহসুফি হযরত আনিসুর রহমান শাহ্ আল- মাইজভান্ডারী (ম.জি.আ.)।
আজ ১৪ সেপ্টেম্বর মঙ্গলবার ভোর রাত ৪ টায় কাসেম ভান্ডার দরবার শরীফে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—-রাজিউন)।
তাঁর বয়স হয়েছিল ৩৮ বছর। তিনি কিডনিজনিত রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ মেয়ে, ১ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুর সংবাদ শুনে হাজার হাজার আশেকানে ভক্তবৃন্দ এক নজর দেখতে কাসেম ভান্ডার দরবারে ছুঁটে আসেন।
আগামীকাল ১৫ সেপ্টেম্বর ২০২১ ইংরেজি বুধবার বাদে জোহর কাসেম ভান্ডার দরবার শরীফে নামাজে জানাযা শেষে সেখানে দাফন করা হবে। জানাযায় সকল ভক্তবৃন্দকে উপস্থিত থাকার জন্য দরবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
















