মো.আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ প্রতিনিধি: চন্দনাইশে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা ও ইয়াবা বহনকারী একটি মিনি ট্রাকসহ তিন জনকে আটক করেছে থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) ভোর ৫ টায় উপজেলা দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই জাকির হোসেন ও তার সঙ্গীয় টিমসহ দোহাজারী পৌরসভা সিঙ্গার শো-রুমের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক থেকে একটি মিনি ট্রাক যাহার রজি.নং-ঢাকা মেট্রো-(ড-১১-৯৪৪১) সহ তাদেরকে গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন পাইশ্যাখলী মুসলিম নগর (ড্রইভার রিদওয়ান এর বাড়ী) এলাকার মো.করিমের ছেলে মো.রিদুয়ান (২৯), চকরিয়া থানার উত্তর লেক্ষাচর সিকলঘাট মাঝের পাড়া এলাকার কামাল হোসেনের ছেলে মো.নুরুল আজিম (৩১), লোহাঘারা থানা নেয়াজির পাড়া এলাকার মোস্তাফিজুর রহমান এর ছেলে রুবেল (২৯।
এ ব্যাপারে চন্দনাইশ থানার অফিসার ইনর্চাজ নাছির উদ্দিন সরকার বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দোহাজারী পৌরসভা সিঙ্গারের শো-রুমের সামনে থেকে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ৩০ হাজার পিস ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করে চন্দনাইশ থানায় মামলা দায়ের করা হয়। পরে আসামীদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
















