চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগর জাতীয়াবাদী যুবদলের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় তমে বোখারী শরীফ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) দুপুরে সিটির চকবাজার ধুনীরপোলস্হ ফালাহ গাজী জামে মসজিদে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান, চট্টগ্রাম মহানগর বিএনপি যুগ্ন আহ্বায়ক, ইয়াসিন চৌধুরীর লিটন, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন লিপু, চট্টগ্রাম মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, চান্দগাও থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, বাকলিয়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি নাসির উদ্দিন চৌধুরী নাছিম, সাবেক সভাপতি সম্পাদক জিয়াউল হক মিন্টু, সাবেক সহ-শিল্প বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন জিতু, যুবদল নেদা মোহাম্মদ সেলিম, চকবাজার থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক মো. সোহেল, মোহাম্মদ জাকির হোসেন, মনসুর সওদাগর, মো. বাবুল হোসেন, সাদ্দামুল হক সাদ্দাম, সফিউল বসর সাজু, মো. জাহেদ, মো. ওসমান, মো. আলমগীর, নুরুল কবির বাপ্পি, মোহাম্মদ জসিম, মো. রহিম মিনু, মোহাম্মদ মিজান, মোহাম্মদ মামুন, মোহাম্মদ ফোরকান, মো. গফুর, মোহাম্মদ মুবিন, মোহাম্মদ সাজ্জাদ, মোহাম্মদ ফরিদ, মোহাম্মদ মিজান, মো. মোরশেদ, আব্দুর রশিদ, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ জাবেদ, ইমাম উদ্দিন, মোহাম্মদ তারেক, মো. হিরো, সালাউদ্দিন বাপ্পি, মোহাম্মদ ফাহিম, মোহাম্মদ জহির।
আবু সুফিয়ান বলেন, ‘খালেদা জিয়ার সুস্থতার জন্য সারাদেশের মানুষ আজ উদ্বিগ্ন। এই দোয়া মাহফিল থেকে আমরা আল্লাহর কাছে বিশেষভাবে প্রার্থনা জানাই, তিনি যেন আমাদের নেত্রীকে সুস্থ করে দ্রুত আমাদের মাঝে ফিরিয়ে দেন। আমরা বিশ্বাস করি, লাখো কোটি মানুষের দোয়া আল্লাহ অবশ্যই কবুল করবেন। দেশের কোটি মানুষের প্রার্থনায় অবশ্যই আল্লাহ গ্রহণ করবেন। নির্বাচনের প্রাক্কালে এবং দেশের কঠিন রাজনীতিক পরিস্থিতিতে নেত্রীকে প্রয়োজন।’
দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা কারী মোহাম্মদ ফরিদ উদ্দিন।
মাহফিলে খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘ জীবন কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
















